যথাযথ সম্মান ও ভাব গাম্ভীর্যের সাথে রামগঞ্জ উপজেলায় বিজয় দিবস-২০১৯ উদযাপিত হয়েছে। বিজয় দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে রামগঞ্জের সরকারী কলেজ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনির হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ফরিদ আহম্মদ ভুইঁয়া সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পরবর্তীতে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে পৌরশহরের জিয়া অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনির হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, আ মুক্তিযোদ্ধা আবুল বাসার পাটোয়ারী, মোসাদ্দেক হোসেন মানিক, এ্যাডভোকেট রফিক উল্যাহ, সমাজসেবা অফিসার আনোয়ার হোসেন, শিক্ষা অফিসার দৌলতর রহমান,তোফায়েল আলম মনু, গোলাম রসূল সহ প্রমূখ ব্যক্তিবর্গ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস