আজ সোমবার বিকেল ৪টায় রামগঞ্জ উপজেলার ৩ নং ভাদুর ইউনিয়নকে শতভাগ ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ভিক্ষাবৃত্তির সঙ্গে সম্পৃক্ত থাকা ব্যক্তিদের নানাভাবে সহায়তা করা হয়েছে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহান ভিক্ষুক মুক্ত ঘোষণা করেন। এ সময় রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩নং ভাদুর ইউনিয়ন চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাহিদ হোসেন ভূইয়া।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহান বলেন, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের সকল গ্রামকে শহরে পরিণত করার কাজ চলছে। সরকারের লক্ষ্য হলো দেশে কোনো মানুষ যেন ভিক্ষাবৃত্তি না করে। তাই পর্যায়ক্রমে এই ইউনিয়নের মতো সারাদেশকেই ভিক্ষুক মুক্ত করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস