সুধী,
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের গৌরবোজ্জ্বল অভ্যুদয়ের দিন।
স্বাধীনতার বাঁধনহারা আনন্দ-উৎসবে উদ্বেলিত হওয়ার দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা , স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় অবনতচিত্ত স্মরণ করছি জাতীয় চার নেতাসহ স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদদের।
দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় উদ্যাপনের লক্ষ্যে রাষ্ট্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে উপজেলা প্রশাসন, রামগঞ্জ কর্তৃক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
স্বাধীনতা দিবসের এই মহেন্দ্রক্ষণ্ণের নর্ণাঢ্য আয়োজনের প্রতিটি পর্বে আপনি সবান্ধব আমন্ত্রিত।
মোহাম্মদ আবু ইউসুফ
উপজেলা নির্বাহী অফিসার
রামগঞ্জ, লক্ষ্মীপুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস