গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
রামগঞ্জ, লক্ষ্মীপুর
http://ramganj.lakshmipur.gov.bd
স্মারক নং-০৫.৪২.৫১০০.০৫৭.০৩.০০৫.১৬- তারিখ: ০৫/০৪/২০১৬খ্রি:
“সভার নোটিশ”
রামগঞ্জ উপজেলায় পহেলা বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে কর্মসূচি প্রণয়ণ এবং বাস্তবায়নের নিমিত্ত এক প্রস্তুতিমূলক সভা আগামী ০৭/০৪/২০১৬খ্রি: তারিখ রোজ- বৃহস্পতিবার, বিকাল-৩:৩০ টায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উক্ত প্রস্তুতিমূলক সভায় সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
প্রাপক ----------------------------------------------------- ----------------------------------------------------- রামগঞ্জ, লক্ষ্মীপুর।
| মোহাম্মদ আবু ইউসুফ উপজেলা নির্বাহী অফিসার রামগঞ্জ, লক্ষ্মীপুর। ফোন–০৩৮২৪-৭৫০১০ e-mail: unoramganj@mopa.gov.bd |
স্মারক নং-০৫.৪২.৫১০০.০৫৭.০৩.০০৫.১৬- তারিখ: ০৫/০৪/২০১৬খ্রি:
অনুলিপি ও সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।
১। জনাব লায়ন এম. এ আউয়াল, মাননীয় সংসদ সদস্য, ২৭৪, লক্ষ্মীপুর-১, বাংলাদেশ জাতীয় সংসদ, ঢাকা
২। জনাব এডভোকেট নূরজাহান বেগম মুক্তা, মাননীয় সংসদ সদস্য (মহিলা সংরক্ষিত আসন), বাংলাদেশ জাতীয় সংসদ, ঢাকা
৩। জেলা প্রশাসক, লক্ষ্মীপুর
৪। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর
৫। মেয়র, রামগঞ্জ পৌরসভা, রামগঞ্জ, লক্ষ্মীপুর
৬। ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর
৭। ভাইস চেয়ারম্যান (মহিলা), উপজেলা পরিষদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর
৮। অফিসার ইন-চার্জ, রামগঞ্জ থানা
৯। জনাব-----------------------------------------------------রামগঞ্জ, লক্ষ্মীপর
১০। অফিস কপি
| মোহাম্মদ আবু ইউসুফ উপজেলা নির্বাহী অফিসার রামগঞ্জ, লক্ষ্মীপুর। ফোন–০৩৮২৪-৭৫০১০ e-mail: unoramganj@mopa.gov.bd |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস