গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
রামগঞ্জ, লক্ষ্মীপুর।
http://ramganj.lakshmipur.gov.bd
স্মারক নং-০৫.৪২.৫১০০.০৫৭.১৮.০০৮.১৫- তারিখ: ১৪/১০/২০১৫খ্রি:
বিষয় : “জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান” প্রকল্পের আওতায় নিবন্ধনকৃত জেলেদের পরিচয়পত্র প্রদানের লক্ষে ছবি উত্তোলণের তারিখ ও সময় নির্ধারন প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, “জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান” প্রকল্পের আওতায় রামগঞ্জ উপজেলায় নিম্নবর্ণিত “ছক” মোতাবেক নিবন্ধনকৃত জেলেদের পরিচয়পত্র প্রদানের লক্ষে ছবি উত্তোলণের তারিখ ও সময় নির্ধারন করা হয়েছে।
এমতাবস্থায়, বর্ণিত “ছক” অনুযায়ী নিবন্ধনকৃত জেলেদের যথাসময়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জেলে নিবন্ধনের প্রাপ্তী স্বীকারপত্রসহ উপস্থিত থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
“ছক”
ক্রমিক নং | পৌরসভা/ইউনিয়নের নাম | জেলেদের সংখ্যা | ছবি উত্তোলণের তারিখ ও দিন | ছবি উত্তোলণের সময় | স্থান |
০১ | রামগঞ্জ পৌরসভা | ৭৫ টি | ১৮/১০/২০১৫খ্রি: রোজ-রবিবার | সকাল-১০.০০ হতে দুপুর-১২.০০ঘটিকা | রামগঞ্জ পৌরসভা কার্যালয় |
০২ | কাঞ্চনপুর | ১০৮ টি | ১৮/১০/২০১৫খ্রি: রোজ-রবিবার | দুপুর-১.০০ হতে দুপুর-২.৩০ঘটিকা | কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় |
০৩ | নোয়াগাঁও | ৯০ টি | ১৮/১০/২০১৫খ্রি: রোজ-রবিবার | বিকাল-৩.০০ হতে বিকাল-৪.০০ ঘটিকা | নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয় |
০৪ | ভাদুর | ১৪১ টি | ১৯/১০/২০১৫খ্রি: রোজ-সোমবার | সকাল-১০.০০ হতে দুপুর-১২.০০ঘটিকা | ভাদুর ইউনিয়ন পরিষদ কার্যালয় |
০৫ | ইছাপুর | ৩৫ টি | ১৯/১০/২০১৫খ্রি: রোজ-সোমবার | দুপুর-১২.৩০ হতে দুপুর-১.৩০ঘটিকা | ইছাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় |
০৬ | চন্ডিপুর | ৮৭ টি | ১৯/১০/২০১৫খ্রি: রোজ-সোমবার | বিকাল-২.০০ হতে বিকাল-৩.৩০ ঘটিকা | চন্ডিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় |
০৭ | লামচর | ৫৯ টি | ১৯/১০/২০১৫খ্রি: রোজ-সোমবার | বিকাল-৪.০০ হতে বিকাল-৫.০০ ঘটিকা | লামচর ইউনিয়ন পরিষদ কার্যালয় |
০৮ | করপাড়া | ১৪ টি | ২০/১০/২০১৫খ্রি: রোজ-মঙ্গলবার | সকাল-১০.০০ হতে সকাল-১১.০০ঘটিকা | করপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় |
০৯ | দরবেশপুর | ১৮ টি | ২০/১০/২০১৫খ্রি: রোজ-মঙ্গলবার | দুপুর-১১.৩০ হতে দুপুর-১২.৩০ঘটিকা | দরবেশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় |
১০ | ভোলাকোট | ৪৪ টি | ২০/১০/২০১৫খ্রি: রোজ-মঙ্গলবার | দুপুর-১.০০ হতে বিকাল-২.০০ঘটিকা | ভোলাকোট ইউনিয়ন পরিষদ কার্যালয় |
১১ | ভাটরা | ৫৩ টি | ২০/১০/২০১৫খ্রি: রোজ-মঙ্গলবার | বিকাল-৩.০০ হতে বিকাল-৪.০০ ঘটিকা | ভাটরা ইউনিয়ন পরিষদ কার্যালয় |
সংযুক্ত: নিবন্ধনকৃত জেলেদের তালিকা-০১ (এক) ফর্দ।
প্রাপক, ১। মেয়র, রামগঞ্জ পৌরসভা, রামগঞ্জ, লক্ষ্মীপুর। ২। চেয়ারম্যান/সচিব/উদ্যোক্তা (সকল) --------------------------ইউনিয়ন পরিষদ রামগঞ্জ, লক্ষ্মীপুর। | স্বাক্ষরিত/- মোহাম্মদ রফিকুল হক উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রামগঞ্জ, লক্ষ্মীপুর। ফোন নং–০৩৮২৪-৭৫০১০ e-mail: unoramganj@mopa.gov.bd |
স্মারক নং-০৫.৪২.৫১০০.০৫৭.১৮.০০৮.১৫- তারিখ: ১৪/১০/২০১৫খ্রি:
অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।
১। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর।
২। ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর।
৩। ভাইস চেয়ারম্যান (মহিলা), উপজেলা পরিষদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর।
৪। অফিসার ইন-চার্জ, রামগঞ্জ থানা, রামগঞ্জ, লক্ষ্মীপুর।
৫। অফিস কপি।
| স্বাক্ষরিত/- মোহাম্মদ রফিকুল হক উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রামগঞ্জ, লক্ষ্মীপুর। ফোন নং–০৩৮২৪-৭৫০১০ e-mail: unoramganj@mopa.gov.bd |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস